অস্ত্র ব্যবসায়ীর বিনিময়ে মার্কিন বাস্কেটবল তারকাকে মুক্তি দিয়েছে রাশিয়া

রাশিয়া গত ৮ ডিসেম্বর বৃহস্পতিবার সেদেশের অস্ত্র ব্যবসায়ী ভিক্তর বাউতের সাথে কারাবন্দি মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারকে বিনিময় করেছে বলে জানা গেছে।
মার্কিন বাস্কেটবল তারকা গ্রিনার মাদক পাচারের দায়ে রাশিয়ায় বিচারাধীন ছিলেন বলে জানা যায়। গত ফেব্রুয়ারিতে খেলতে আসার সময়, রুশ বিমানবন্দরে তার লাগেজে গাঁজার তেল পাওয়া গিয়েছিলো। অন্যদিকে, রাশিয়ার কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী ভিক্তর বাউত ১২ বছর যাবৎ যুক্তরাষ্ট্রের কারাগারে আটক ছিলেন।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘ব্রিটনি গ্রিনার নিরাপদে আছেন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে একটি বিমানে দেশে পৌঁছেছেন।’
ব্রিটনি গ্রিনারকে রাশিয়ার প্রত্যন্ত একটি সাজাভোগের বিশেষ অঞ্চলে (পেনাল কলোনি) পাঠানো হয়েছিলো।
বাইডেন প্রশাসন গত জুলাই মাসে রাশিয়ার কাছে বন্দি বিনিময়ের প্রস্তাব দিয়েছিলো। অন্যদিকে, মস্কো দীর্ঘদিন যাবৎ বাউতের মুক্তি চেয়ে আসছিলো বলে জানা গেছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ বন্দি বিনিময়ের খবরের সত্যতা নিশ্চিত করে বলেছে, ‘এটি আবুধাবি বিমানবন্দরে সম্পন্ন হয়।’ রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গত ৮ ডিসেম্বর বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ‘রাশিয়ার নাগরিককে তার মাতৃভূমিতে ফিরিয়ে দেওয়া হয়েছে।’ -সূত্র: বিবিসি
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description