অস্ট্রেলিয়ায় পালং শাক খেয়ে অসুস্থ ৯ জন, স্বাস্থ্য সতর্কতা জারি

অস্ট্রেলিয়ায় পালং শাক খাওয়ার পরে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। লোকজন পালন শাকটি খাওয়ার পরে গুরুতর অসুস্থেএবং হ্যালুসিনেশনের শিকার হওয়ার এ ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে জরুরী স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে।
সংবাদ মাধ্যেম বিবিসি জানিয়েছে, ‘মার্কিন বহুজাতিক কম্পানি কস্টকোর একটি দোকান থেকে রিভিয়েরা ফার্মস বেবি স্পেনাচ (পালং শাক) কিনে খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন অনেকে।’
এরমধ্যে অন্তত ৯ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হ্যালুসিনেশনে ভুগছিলেন বলে জানা যায়।
এ ব্যাপারে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ভুক্তভোগীদের অন্যান্য লক্ষণগুলোর মধ্যে ছিল প্রলাপ বকা ও হার্টবিট বেড়ে যাওয়া এবং ঝাপসা দৃষ্টি।’
রিভিয়েরা ফার্মস বলেছে যে, তাদের বিশ্বাস পালং শাকগুলোর সাথে গাঁজা মিশে যাওয়ায় সেগুলো দূষিত হয়ে পড়েছিলো। তবে, অন্য কোনো পণ্যে এ ধরনের কিছু ঘটেনি। তবে, তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে দোকানগুলোকে এসব পণ্য সরিয়ে নিতে বলা হয়েছে।
এ বিষয়ে অস্ট্রোলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের স্বাস্থ্য বিভাগ সতর্ক করে দিয়ে বলেছে, ‘ওই ব্রান্ডের পালং শাকের কোনো প্যাকেটে মেয়াদ শেষ হওয়ার তারিখ ‘১৬ ডিসেম্বর’ দেওয়া থাকলে তা খাওয়া নিরাপদ হবে না এবং সেগুলো ফেলে দিতে হবে।’
এছাড়া, পালং শাক খাওয়ার পর অস্বাভাবিক কোনো লক্ষণের অভিজ্ঞতা হয়েছে, এ রকম কেউ থাকলে তাকে অবিলম্বে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে বলা হয়েছে।
এ বিষয়ে রাজ্যটির পয়জনস ইনফর্মেশন সেন্টারের চিকিৎসক ডা. ড্যারেন রবার্টস বলেছেন, ‘এ ঘটনায় কেউ মারা যায়নি দেখে আমরা খুবই সন্তুষ্ট। এটি এমনই থাকবে বলে আমাদের আশা। কিন্তু ওই লোকগুলো বেশ অসুস্থ, তারা হ্যালুসিনেশনে ভুগছেন আর সামনে এমন কিছু দেখছেন যা সেখানে নেই।’ -সূত্র: বিবিসি।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description