• Tuesday, 07 February 2023
অসুস্থ সংক্রমণে শাহরুখ

অসুস্থ সংক্রমণে শাহরুখ

নিয়ে দেশজুড়ে বিতর্কের ঝড়। দেশের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ প্রদর্শন। শাহরুখের কামব্যাক ছবি বয়কটের কথা বলা হচ্ছে। এ সবের মধ্যে শনিবার রাতে ১৫ মিনিটের জন্য টুইটারে AskSRK সেশনে অনুরাগীদের প্রশ্নের উত্তর দিলেন বলিউড বাদশা শাহরুখ খান।

সেখানেই ভক্তদের সঙ্গে আড্ডার ফাঁকে বাদশা জানালেন, ভাইরাল ইনফেকশনের ভুগছেন তিনি। পাশাপাশি জানান, সংক্রমিত হওয়ার কারণেই আপতত খুব সাধারণ ডায়েটে রয়েছেন।

এর জবাবে অভিনেতা জানান, ‘একটু অসুস্থ সংক্রমণে ভুগছি। তাই আজকাল শুরু ভাত-ডালই খাচ্ছি। শাহরুখের এই জবাবে উদ্বিগ্ন ভক্তরা। প্রিয় নায়ক ভালো নেই, এমনটা জেনে একজন লেখেন, ‘কত্ত কিছু একসঙ্গে চলছে শ্যুটিংও করতে হচ্ছে, একাধিক অনুষ্ঠান… আশেপাশে এতো কিছু ঘটছে। দয়া করে নিজের খেয়াল রাখুন, ঠিকমতো খাওয়া-দাওয়া করুন, বিশ্রাম নিন।

দীর্ঘ চার বছর পর সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’ ছবির রূপালি পর্দায় ফিরছেন শাহরুখ খান। এই ছবিতে ফের একবার ‘চেন্নাই এক্সপ্রেস কো-স্টার দীপিকার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি, ছবিতে জন আব্রাহামও রয়েছেন। আগামী বছর ২৫ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে। ২০২৩ সাল বক্স অফিসে একের পর এক শাহরুখ ধামাকা, পাঠান এরপর ২ জুন মুক্তি পাবে এসআরকের ‘জওয়ান’। এরপর ২০২৩ এর ডিসেম্বরে ‘ডাঙ্কি  নিয়ে হাজির হবেন এ অভিনেতা।

 

comment / reply_from