
অভিষেকের কাছে আবেদন করেও লাভ হল না মমতার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ‘দল ভাঙানোর খেলা’ বন্ধ করার আর্জি জানিয়েছিলেন দার্জিলিঙের হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড। আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিলেন, গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান তথা জিটিএ-র চিফ এগজ়িকিউটিভ অনীত থাপা তাঁর দলের দুই গুরুত্বপূর্ণ নেতাকে ভাঙানোর চেষ্টা করেছেন। অজয়ের সেই আশঙ্কাই শেষমেশ সত্যি হল। শনিবার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দিলেন দার্জিলিং শহর লাগোয়া ঘুম জোড়বাংলো কেন্দ্রের জিটিএ সদস্য প্রোমোসকর ব্লোন এবং পুলবাজার বিজনবাড়ির কেন্দ্রের ভূপেন্দ্র ছেত্রী।
অনীতের বিরুদ্ধে একাধিক বার পাহাড়ে ‘স্বৈরতন্ত্র’ চালানোর অভিযোগ করেছেন অজয়। তা নিয়ে এত দিন অনীতকে সুর চড়াতে দেখা না গেলেও দুই হামরো নেতাকে নিজের দলে টেনে তিনি শনিবার বললেন, ‘‘বোর্ড গঠনের পর সব দলের জয়ী প্রার্থীদের সঙ্গেই পরিচয় হয়। কথা হয়। তার মানে এটা নয় যে, আমি ওঁদের আমার দলে আসতে বলেছি। জিটিএ চিফ এগজ়িকিউটিভ হিসাবে সবার সঙ্গেই আমায় মিশতে হয়। প্রত্যেকের সঙ্গেই কাজকর্ম নিয়ে কথা বলতে হবে। এখন অনেকেই মনে করেন, যে দলের সমর্থন বেশি, সেই দল করাই ভাল। কেউ যদি উন্নয়নের স্বার্থে আমার দলে যোগ দিতে চান, তাঁকে কী ভাবে ফিরিয়ে দিই? যদি অজয় এডওয়ার্ডও আসেন, তাঁকেও স্বাগত।’’ এর প্রেক্ষিতে অজয়ের সঙ্গে ফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও উত্তর মেলেনি।
সূত্র.আনন্দবাজার পত্রিকা
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description