অভিনেত্রী স্বস্তিকা বললেন ‘বাচ্চা হয়ে গেছে’

সম্প্রতি নেটফ্লিক্সে স্বস্তিকা মুখোপাধ্যায়ের ‘কালা’ মুক্তি পেয়েছে। উর্মিলা মঞ্জুশ্রীর চরিত্রে বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীর কাজ মন জয় করেছে দর্শকদের। এছাড়া মন কেড়েছে স্বস্তিকার চোখের ভাষা। আর বেশ রহস্য আছে চরিত্রটার।
এছাড়া, রয়েছে একাধিক শেডস। সত্যিই তো এমন চরিত্রে অভিনয় করেই স্বস্তিকা মুখোপাধ্যায় বারবার মন জয় করে নেন।
তবে, তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ প্রচার চালাচ্ছেন। এই যেমন তাঁর (স্বস্তিকা মুখোপাধ্যায়) এখনকার প্রফাইল পিকচারটিই ধরুন। যার ক্যাপশনে স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছেন, ‘উর্মিলা কালা মঞ্জুশ্রী’। মাথায় টিকলি, কপালে বড় নথ, কানে দুল। কী অপূর্ব না লাগছে, চোখই ফেরানো যাচ্ছে না।’
যেখানে শতাধিক নায়িকার সৌন্দর্যে মজেছেন এবং সেখানে সমালোচকরা লেগে পড়েছেন নিজেদের কাজে। আর একজনের পরামর্শ, ‘নাকের দুলটার এত ওজন নাকটা বেঁকে যাচ্ছে। প্লিজ আপনার নাকটাকে কষ্ট দেবেন না। ’ আর এই কমেন্টের জবাবে স্বস্তিকা লিখলেন, ‘আমার নাকটাই ব্যাঁকা।’
আরেকজন আবার এখানে লিখলেন, ‘কয়দিন আগেই দেখলাম আপনি প্রেগনেন্ট!’ যার জবাবে স্বস্তিকা লিখেছেন, ‘হ্যাঁ বাচ্চা হয়ে গেছে। ’ আসলে স্বস্তিকা এ রকমই। সোশ্যাল মিডিয়ায় প্রশংসা এলে যেমন মন খুলে ধন্যবাদ বলেন, তেমনি ট্রোলারের মুখ বন্ধ করার রাস্তাও তাঁর ভালোই জানা।’
ভারতীয় গণমাধ্যম বলছে, ‘সাম্প্রতিক সময়ে বাংলার যেসব অভিনেতা-অভিনেত্রী বলিউডে গিয়ে নিজের পায়ের তলার জমি শক্ত করেছেন, সেই সারিতে একদম প্রথম দিকেই থাকবেন স্বস্তিকা মুখোপাধ্যায় নিজের ট্যালেন্টের জোরে।’
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description