অভিনেত্রী সাদিয়ার বিড়াল নিখোঁজ: খুঁজে দিলে মিলবে পুরস্কার

জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানের একটি বিড়াল হারিয়ে গেছে। মাত্র ৫ বছর বয়সী বিড়ালটি গত ৮ নভেম্বর বাসা থেকে হারিয়ে গেছে বলে জানা যায়।
বিড়ালের সন্ধান পেতে সাদিয়া ভাটারা এলাকায় দেয়ালে-দেয়ালে পোস্টার সাঁটিয়েছেন। শুধু তাই নয়, ওই বিড়ালটির সন্ধান দিতে পারলে পাঁচ হাজার টাকা পুরস্কার দেবেন বলেও পোস্টারে উল্লেখ করেছেন এই অভিনয়শিল্পী সাদিয়া আয়মান।
‘মিও’ নামের পোষা বিড়াল হারিয়ে অনেকটাই ভেঙে পড়েছেন মিজানুর রহমান আরিয়ানের ফুলের নামে নাম-এর জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।
গত রবিবার সন্ধ্যায় গণমাধ্যেমকে সাদিয়া আয়মান বলেন, ‘বিড়ালটি আমার সঙ্গে রয়েছে ৫ বছর ধরে। উঠতে বসতে, শুতে সবসময় বিড়ালটি আমার সঙ্গেই থাকতো। ৮ তারিখে শুটিং থেকে ফেরার পরই বিড়ালটিকে আর পাইনি। সেদিন থেকে অজস্রবার খুঁজেছি। কোথাও পাইনি, বাধ্য হয়ে পোস্টার লাগিয়েছি এবং পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছি।’
সাদিয়া আয়মানে পোস্টারে উল্লেখ করেছেন বিড়ালটি 'মিও' বলে ডাকলে সাড়া দেবে। এছাড়া, ঠোঁটে কাটা দাগ আছে। বিড়ালটি হারানোর সময় গলায় বেল্ট ছিল।
সাদিয়া আয়মান কাজ করেছেন গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’ চলচ্চিত্রে এবং শিহাব শাহীনের ‘মায়া শালিক’ ওয়েব সিরিজে। এছাড়াও মুক্তির তালিকায় রয়েছে সাদিয়া আয়মান একাধিক কাজ।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description