অভিনেত্রী তাসনিয়া ফারিণ গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ শপিংমলে কেনাকাটা করতে গিয়ে আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছেজনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণকে।
গত শুক্রবার (২ ডিসেম্বর) রাতে রাজধানীর কুড়িল এলাকার একটি বিপণিবিতানের চলন্ত সিঁড়িতে এ দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, বাবার সাথে শপিং করছিলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
আরও জানা গেছে, বিপণিবিতানের নিচতলা থেকে দোতলায় উঠতে গিয়ে চলতি সিঁড়িতে এ দুর্ঘটনাটি ঘটে। চলন্ত অবস্থায় সিঁড়ির একটি রড বের হয়ে অভিনেত্রী ফারিণের পায়ে আঘাত করে। এতে, ওই রডটি তার পায়ের মাংসে ঢুকে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে অভিনেত্রীর। এ দুর্ঘটনার পরে অভিনয়শিল্পীকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়।
এ দুর্ঘটনার পরে খবর পেয়ে ছোট পর্দার কয়েকজন পরিচালক সেখানে হাজির হন। সেখানে অন্যতম পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজও ছিলেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি এখন হাসপাতালে আছি। বেশ গুরুতর আহত হয়েছেন ফারিণ। দুই পায়েই আঘাত লেগেছে, ক্ষত হয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে। তবে এখন ভালো আছেন তিনি।’
আরও জানা যায়, আগামী ১৫ ডিসেম্বর মুক্তি পাবে জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনীত আলোচিত ওয়েব সিরিজ ‘কারাগার’র দ্বিতীয় কিস্তি। চলতি এ মাসেই ‘আরও এক পৃথিবী’ দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা রয়েছে জনপ্রিয় এ অভিনেত্রীর। কিন্তু, এ সিনেমাটির মুক্তি পিছিয়ে গেছে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description