অভিনেত্রী কল্যাণী আর নেই

বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো মারাঠি জনপ্রিয় অভিনেত্রী কল্যাণী কুরালে যাদবের। গত শনিবার (১২ নভেম্বর) রাতে মহারাষ্ট্রের কোলাপুরের কাছে সাংলি-কোলাপুর রাস্তায় বাইকের সাথে ট্রাক্টরের সংঘর্ষে মৃত্যু হয়েছে অভিনেত্রী কল্যাণী কুরালে যাদবের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩২। জনপ্রিয় এ অভিনেত্রীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে মারাঠি চলচ্চিত্র দুনিয়ায়।
সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১১টায় দুর্ঘটনা ঘটে। সম্প্রতি, হালোন্দি এলাকায় একটি রেস্তোরাঁ খুলেছিলেন কল্যাণী কুরালে যাদব। সেই রেস্তোরাঁ বন্ধ করে নিজেই বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী কল্যাণী কুরালে যাদব। সে সময়ই একটি ট্রাক্টরের সাথে তাঁর বাইকের ধাক্কা লাগে।
আহত অবস্থায় অভিনেত্রী কল্যাণী কুরালে যাদবকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ট্রাক্টর চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পরে, তাঁকে আটক করা হয়েছে। কোলাপুর থানার এক কর্মকর্তা জানিয়েছেন, ‘ট্রাক্টর চালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং মোটর ভেহিক্যালস আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে।’
‘তুজ্যত জীব রঙ্গালা’, ‘দাকখানছা রাজা জ্যোতিবা’-র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী কল্যাণী কুরালে যাদব। -সূত্র : আনন্দবাজার পত্রিকা।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description