অবিকল দীপিকা পাড়ুকোনের মতো দেখতে এই নারী কে?

দেখতে অবিকল যেন দীপিকা পাড়ুকোন। হঠাৎ করে তাকে দেখলে চমকে যেতে হয়! কিন্তু, তিনি দীপিকা নন। আসলে কে ইনি? অনলাইনে তাই তাঁকে নিয়ে কৌতূহলের যেন শেষ নেই। দীপিকা পাড়ুকোনের রূপে মুগ্ধ বলিউড থেকে হলিউড। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ
করে ভাইরাল হয়ে যায় এই নারীর ছবি, যাঁকে দেখে দীপিকার থেকে আলাদা করা ভীষণ মুশকিল।
আসলে দীপিকার মতো দেখতে এই মহিলার নাম হলো ঋজুতা ঘোষ দেব। মিউনিখের বাসিন্দা তিনি (ঋজুতা) পেশায় ভিডিও কনটেন্ট ক্রিয়েটর। ইনস্টাগ্রামে প্রায়ই নিজের ছবি পোস্ট করেন এই প্রবাসী বাঙালি (ঋজুতা ঘোষ দেব)।
তাঁর (ল) ছবির কমেন্ট বক্সে কেউ তাঁকে লিখেছেন, ‘তোমাকে পুরো দীপিকার মতো দেখতে। ’ কেউ আবার লিখেছেন, ‘দীপিকা ২.০’। কেউ তাঁকে জিজ্ঞেস করেছেন, ‘তুমি কি দীপিকার যমজ?’
দীপিকার মতো দেখতে এই মডেল (ঋজুতা ঘোষ দেব) ট্র্যাভেল ব্লগার হিসেবে কাজ করছেন। ঋজুতা ঘোষ দেবের ইনস্টাগ্রামে চোখ রাখলে সেই কথা বেশ বোঝা যায়।
জানা গেছে, ঋজুতা ঘোষ দেব এর পড়াশোনা কলকাতাতেই। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পরে, দিল্লির ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন তিনি। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও মার্কেটিং নিয়ে ফ্রান্সে গিয়েও পড়াশোনা করেন তিনি। বাংলা, ইংরাজি, হিন্দি ও ফরাসি এবং জার্মান ভাষা জানেন ঋজুতা ঘোষ দেব।
আরও জানা যায়, ঋজুতা ২০১৫ সালে কলকাতায় আইটিসি লিমিটেডে কাজ শুরু করেন। পরে, মার্কেটিং কনসালট্যান্ট ও রিক্রুটমেন্ট কনসালট্যান্ট হিসেবে কাজ করেন। এরপরে চাকরির ক্ষেত্র পরিবর্তন করে পিডাব্লিউসিতে সিনিয়র অ্যানালিস্ট হিসেবে কাজে যোগ দেন। পরবর্তী সময়ে তিনি হিউম্যান রিসোর্স কনসালট্যান্ট হিসেবে নয়ডাতে এনএলবি সার্ভিসে কাজ করেছেন।
আরও জানা গেছে, স্বামী আদিত্য দেবের সঙ্গে ঋজুতা ঘোষ দেবের আলাপ গত ২০১৩ সালে ফেসবুকের মাধ্যমে। তারপর দীর্ঘদিনের বন্ধুত্ব ও প্রেমের পর ২০২১-এর এপ্রিলে তাঁরা বিয়ে করেন। একেবারে বাঙালি রীতিতেই বিয়ে হয় তাঁদের (ঋজুতা ঘোষ দেব ও আদিত্য দেব)। -সূত্র : আনন্দবাজার পত্রিকা
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description