অবশেষে জামিন পেয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ

বলিউড এর জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের ২০০ কোটি টাকার তহবিল আত্মসাতের ঘটনায় ‘কনম্যান’ সুকেশ চন্দ্রশেখরের সাথে নাম জড়িয়েছে। আজ ১৫ নভেম্বর মঙ্গলবার সে মামলায় আদালতে হাজিরা দিতে এসেই জামিন পেলেন তিনি (জ্যাকলিন)।
অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ ছিল আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। ফলে, আজ মঙ্গলবার আবারও তাকে দিল্লির পাটিয়ালা হাউস আদালতে হাজিরা দিতে হয়েছে।
এর আগে, পাটিয়ালা হাউস আদালতে জ্যাকলিন ফার্নান্দেজ এর জামিনের আবেদন খারিজ করার আর্জি জানিয়েছিল ইডি। তখন এ অভিনেত্রীর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা-সহ বিভিন্ন অভিযোগ আনা হয়।
নায়িকা জ্যাকলিন ফার্নান্দেজ এর দাবি ছিল, ‘তদন্ত ইতোমধ্যেই সমাপ্ত হয়েছে। চার্জশিট দাখিল করা হয়েছে। তাকে হেফাজতে নেওয়ার যৌক্তিকতা দেখছেন না। দিল্লির পাটিয়ালা হাউস আদালত গত ২৬ সেপ্টেম্বর অভিনেত্রীকে অন্তর্বর্তী জামিনের অনুমতি দিয়েছিল।’
আদালতে জামিনের আবেদনের শুনানি চলাকালীন ইডি অভিযোগ জানায়, ‘ জ্যাকলিন ফার্নান্দেজ তার মোবাইল থেকে সব তথ্য মুছে দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করেছেন। তদন্তে সহযোগিতা করছেন না তিনি। এমনও অভিযোগ ওঠে। গত ১৭ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন জামিনে ছাড়া পান তিনি।’
গত আগস্টে সুকেশের সাথে আত্মসাত মামলায় নাম জড়ানোর পর ইডি তলব করে জ্যাকলিন ফার্নান্দেজকে। শুধু তা-ই নয়, তার সাথে সম্পর্কিত আরও অনেককেই থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেয় দিল্লির আর্থিক অপরাধ দমন শাখা। সেখানে তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description