
অধিকার প্রতিষ্ঠায় জনগণের ঐক্য দরকার: জেবেল গানি
মোহাম্মদ আলী সানু, ডিমলা(নীলফামারী)প্রতিনিধি: অধিকার প্রতিষ্ঠায় জনগণের ঐক্য দরকার। জনতার ঐক্য ছাড়া অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ মহাসচিব জেবেল রহমান গানি বলেন, একাত্তুরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন ও বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল জনতার ঐক্যের মধ্য দিয়েই।
শুক্রবার (৪ নভেম্বর)নীলফামারীর, ডিমলা সদরে পচারহাট মাঠে বিভিন্ন রাজনৈতিক দল হতে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় ৩শতাধিক নেতা-কর্মী দলে যোগদান করেন।
বাংলাদেশ ন্যাপ ডিমলা সদর ইউনিয়ন সদস্য মসলেম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন দলের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
প্রধান অতিথির বক্তব্যে জেবেল রহমান গানি আরো বলেন, চলমান অবস্থার উত্তরণে যে ধরনের রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন তা’ এখনো অনুপস্থিত। সর্বাগ্রে প্রয়োজন জাতীয় ঐক্য গড়ে তোলা। বিগত নির্বাচনের ত্রুটি বিচ্যুতি ও গ্লানী মুছে দিয়ে আগামীতে একটি সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের অনিশ্চয়তা দূর করার উদ্যোগ সরকারকেই নিতে হবে।
বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, দেশে গণমানুষের শাসন প্রতিষ্ঠা করতে হবে। লুটপাটের রাজনীতির অবসান ঘটাতে নতুন রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করতে হবে। এ লুটেরার পরিবর্তে আরেক লুটেরাকে ক্ষমতায় আনার সিড়ি হিসাবে ব্যাবহৃত হয়া যাবে না। বাংলাদেশ ন্যাপ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের অর্থ হলো দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা।
বক্তব্য রাখেন দলের ডিমলা উপজেলা আহবায়ক জাকারিয়া হোসেন রাজু, সদস্য সচিব মোফাক্কারুল ইসলাম পেলব, উপদেষ্টা আবদুর রহমান, ওয়াহিদুর রহমান, মাহফুজার রহমান মুকু, যুগ্ম আহবায়ক বিশ্ব নাথ সিংহ রায়, আমজাদ হোসেন লিখন, আব্দুল মতিন, দুলাল ইলাম, আব্দুস শুক্কুর, মুজিবুর রহমান বুলবুল, ডা. বিপুল, লুৎফর রহমান, আবদুল মান্নান মাষ্টার, মোখলেছুর রহমান, আবদুল হামিদ, বিষ্ণু পদ সিংহ রায়, মোহাম্মদ আলী সানু প্রমূখ।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description