অটোগ্রাফ চাইলে কাউকে নিরাশ করেন না লিওনেল মেসি

আর্জেন্টিনা তথা বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি সাধারণ মানুষের কাছে 'দুর্লভ' একজন ব্যাক্তি। সত্যিই কি তাই? সবার কাছেই কি ফুটবল তারকা মেসি দুর্লভ? বিশ্বজুড়ে তার (মেসি) যে তুমুল জনপ্রিয়তা- সেটা সামলানো যেন তার কাছে একটা ডালভাত ব্যাপার। খোদ আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন এইসব তথ্য। লিওনেল মেসি যেভাবে তার জনপ্রিয়তার এ বিড়ম্বনা সামলে চলেন, এটা স্কালোনিকে অবাক করে।
সম্প্রতি, এক সাক্ষাৎকারে স্কালোনি বলেছেন, 'এখনকার বাচ্চারা তো সহজেই আবদার করে বসে। লিও তাতে সাড়া দেয়। কারণ সে পা মাটিতে রেখে চলা মানুষ। রাস্তা ধরে হেঁটে যাওয়ার সময় কেউ অটোগ্রাফ চাইলে আমি হয়তো এক, দুই বা বেশি হলে পাঁচটা দেব। তবে সেটিও কখনো কখনো। আর সে প্রতিদিন এবং প্রতিটি ছুটির দিনে এটি করে আসছে।'
তিনি বলেন, 'সে আমাদের মতো করে জীবন কাটাতে পারে না। ডাইনিংয়ে গেলে সবার নজর তার দিকে ঘুরে যায়। বাবুর্চি, কিটম্যান সবাই তাকে দেখে। তারা সবাই তাকে চেনে, কিন্তু যারা তাকে কাছ থেকে চেনে না.... তাদেরকে ৩৬৫ দিন ২৬ ঘণ্টা সামলাতে হয়। লিও যেভাবে এটা সামলায়, তা অবিশ্বাস্য! এজন্য আমি তাকে খুব পছন্দ করি, ভালোবাসি।'
এবারের বিশ্বকাপে মেসির জন্য বার্তাও দিয়েছে স্কালোনি। তিনি বলেন, 'তাকে বিশ্বকাপটা উপভোগ করতে হবে। মাঠে ভালো সময় কাটাতে হবে এবং আমরা যেমনটা প্রত্যাশা করি, সেভাবেই সে খেলবে। শুধু বলব- উপভোগ কর। এটা ছাড়া তাকে আর কিছু বলে দেওয়ার প্রয়োজন নেই। দলের মাঝেও তার গ্রহণযোগ্যতা দারুণ। আমি সেরাদের বিপক্ষে খেলেছি। তবে তার মতো কাউকে দেখিনি।'
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description