অক্ষয় কুমার মারাঠি চলচ্চিত্রে নাম লেখালেন

ঐতিহাসিক মহাকাব্যের গল্পে নির্মিত হতে যাওয়া ‘ভেধাত মারাঠি বীর দৌদলে সাত’ চলচ্চিত্রের মাধ্যেমে ‘মারাঠি’ সিনেমায় বলিউড খিলারি অক্ষয় কুমার আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। ‘রাম সেতু’ তারকা ১ম বারের মতো বড় পর্দায় ছত্রপতি শিবাজি মহারাজকে ফুটিয়ে তুলতে যাচ্ছেন। বলিউডের এ বিশাল তারকা ১মবারের মতো মারাঠি সিনেমায় নাম লেখালেন।
মারাঠি ইন্ডাস্ট্রিতে নিজের অভিষেক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অক্ষয় কুমার বলেছেন, ‘এটা আমার কাছে স্বপ্নের মতো। আমি মনে করি বড় পর্দায় ছত্রপতি শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করা অনেক বড় দায়িত্ব। রাজ ঠাকরে যখন আমাকে এই চরিত্রে অভিনয় করতে বলেছিলেন তখন আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি আর কিছু চিন্তা করিনি, সম্মতি দিয়েছি।’
এ চলচ্চিত্রটির নির্মাতা মহেশ মাঞ্জরেকার বলেন, ‘আমি গত সাত বছর ধরে 'বেদাত মারাথে বীর দৌদালে সাত'-এর কাজ করছি। এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং সর্বশ্রেষ্ঠ মারাঠি চলচ্চিত্র হতে যাচ্ছে এবং এটি দেশব্যাপী মুক্তি পাবে। আমি চাই মানুষ এর গল্প জানুক। ছত্রপতি শিবাজি মহারাজ ছিলেন সবচেয়ে শক্তিশালী হিন্দু রাজা। আমি খুব ভাগ্যবান যে অক্ষয় কুমারকে শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করতে রাজি করাতে পেরেছি। আমি বিশ্বাস করি, তিনি এই ভূমিকার জন্য উপযুক্ত হবেন।’
এ সিনেমাটি সম্পর্কে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, 'এই সিনেমাটি সুপার হিট হবে। আমার শুভ কামনা তাদের সঙ্গে রয়েছে। বালাসাহাব ঠাকরে মারাঠি সিনেমার পাশে দাঁড়াতেন। এখন রাজ ঠাকরেও মারাঠি সিনেমাকে সমর্থন করছেন।'
ঐতিহাসিক কাহিনি, ‘বীর দাউদলে সাত’র গল্প থেকেই সিনেমাটি নির্মাণ হতে যাচ্ছে। গত ১৬৭৪ সালে সাতজন বীর যোদ্ধার অসাধারণ সাহসীকতার কাহিনি তুলে ধরা হয়েছে গল্পে, যাদের একমাত্র লক্ষ্য ছিল শিবাজি মহারাজের স্বরাজ্যের স্বপ্নকে বাস্তবে পরিণত করা। সিনেমাটি আগামী ২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। -সূত্র : হিন্দুস্তান টাইমস।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description