সারাদেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার, ১ মে এই তথ্য প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর। মাত্র একদিন আগেই শনিবার ১৭ জনের করোনা শনাক্ত হয়েছিল।
শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৯,১২৭ জনেই অপরিবর্তিত রয়েছে।
রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ২,৭০৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২,৬৪৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৯৫ শতাংশ।
দেশে করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭১৬ জনে। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.৯৫ শতাংশ।
এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৩ জন। এখন পর্যন্ত মোট ১৮ লাখ ৯৫ হাজার ৬৯৭ জন করোনা রোগী পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।
প্রসঙ্গত, ২০২০ সালের মার্চে বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। একই বছরের ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে দেশে।