Logo
মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২ | ৪ঠা মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ

স্কুলে শিক্ষার্থীদের নিয়ে জন্মদিন পালন করে দৃষ্টান্ত স্থাপন করলেন গর্বিত অধ্যাক্ষ

প্রকাশের সময়: ২:১৫ অপরাহ্ণ - শনিবার | জানুয়ারি ১৫, ২০২২

তৃতীয় মাত্রা
মু.খালিদ হোসেন মিলটন,গলাচিপা (পটুয়াখালী) থেকে ঃ গলাচিপায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ তুরুস্ক ফ্রেন্ডশীব স্কুলের অধ্যক্ষ ও মিসেস নির্বাহী অফিসার মিসেস মিতু রানী দাস শনিবার স্কুলের প্লে-থেকে ৫ম শ্রেণীর কোমল মতি শিশু শিক্ষার্থীদের নিয়ে তার একমাত্র কন্যা মুহিনীর ৩য় তম শুভ জন্মদিনে বাচ্চাদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে কেক কেঁটে শিশুদের মাঝে কেক ও চকলেট দিয়ে স্কুলের সকল অভিভাবকদের এবং শিক্ষার্থী সহ শিক্ষক শিক্ষিকাদের এক আনন্দ উৎসবে কন্যার জন্মদিন পালন করে। এসময়ে মুহিনীর মামা আকাশ সেন,স্কুলের উপাধ্যক্ষ মো.সাইফুল ইসলাম ও স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিলটন উপস্থিত ছিলেন। স্কুলের অধ্যাক্ষ জানান শিশুরাই আমাদের সম্পদ ও সামনের পৃতিবী । শিশুদের অংশ গ্রহনে স্কুলে এক অন্য রকম আনন্দ উৎসব বয়ে যায়। তিনি তার কন্যা সহ সকল শিশুদের সুন্দর ভবিষৎ কামনা করেন সকলের কাছ।

 

Read previous post:
পূর্বধলায় শিক্ষার্থীদে’র করোনার টিকা নিতে ব্যাপক উৎসাহ

তৃতীয় মাত্রা মো.এমদাদুল ইসলাম , পূর্বধলায় (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ১২ থেকে ১৭ বছর বয়স পর্যন্ত ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানে’র ২৫...

Close

উপরে