রাকিবুল হাসান, আদমদীঘি বগুড়া : বৃহস্পতিবার (২৩ জুন) দুপুর ১টায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের জন্য মোট ৩০ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে।
এর মধ্যে ১৪ কোটি ৮০ লক্ষ ৩০ হাজার রাজস্ব আয় ও উন্নয়ন খাতে ১৫ কোটি ৭০ লক্ষ ৫০ হাজার টাকা আয় দেখানো হয়েছে।বাজেটে রাজস্ব ঘাটতি দেখিয়ে ৮৯ লক্ষ ৯০ হাজার টাকার বাজেট ঘোষনা করেন সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।

এই বাজেট অধিবেশনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম জোয়াদার, সান্তাহার পৌরসভার প্যালেন মেয়র জার্জিস আলম রতন, সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া লুলু, সাধারন সম্পাদক খায়রুল ইসলাম, সাংবাদিক বুলবুল আহম্মেদ, সহকারী অধ্যাপক রবিউল ইসলাম, শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষিকা খোরশেদা খানম, কাউন্সিলর আব্দুল কুদ্দুস, নজরুল ইসলাম, ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহাবুবা জামান রত্না, তসলিমা বেগম, জাহানারা বেগম প্রমূখ।
এই অধিবেশন বাজেট বাস্তবায়নে পৌরসভার সকল স্থরের নাগরিকের সহযোগীতা কামনা করেন পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।