শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: উন্নয়ন সংস্থা সুশীলন এর সঞ্চয় ও ঋনদান কর্মসূচীর আওতায় মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে দলীয় সদস্যদের মাঝে ৬৬ জনকে মোট ৪৬ লক্ষ ২০ হাজার টাকার গৃহায়ন ঋন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় সুশীলন সাতক্ষীরার কালিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সভাপতিত্বে ও এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সুশীলনের ক্যাশিয়ার কৃষ্ণা কর্মকার, প্রকল্প ম্যানেজার মহাসীন আলী প্রমুখ। অনুষ্ঠানের মাধ্যমে সঞ্চয় ও ঋনদান কর্মসূচীর আওতায় কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ব্রাঞ্চের হতদরিদ্র ২৩ জন সদস্যকে মোট ১৬ লক্ষ ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এমনিভাবে কালিগঞ্জ উপজেলা এলাকায় আরও ৫৭ জন সুফলভোগীকে গৃহঋনের টাকা পাবেন। অপরদিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাতে বৃহস্পতিবার বিকাল ৩ টায় ৪৩ জনকে ৩০ লক্ষ ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
চেয়ারম্যান: আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ এমপি, দৈনিক তৃতীয় মাত্রা লিমিটেড,
রেজিস্ট্রার্ড অফিস: হাজী কুজরত আলী মোল্লাহ্ সুপার মার্কেট, ১ নং এ/বি হারুনাবাদ, হারুন মোল্লাহ্ সড়ক, পল্লবী, মিরপুর-১২, ঢাকা।
সম্পাদক রবীন সিদ্দিকী কর্তৃক রাফান প্রিন্টিমেট, বকশীগঞ্জ টাওয়ার প্লট # ২৪, রোড # ০৮, ব্লক # এ, মিরপুর-১২, পল্লবী, ঢাকা-১২১৬ থেকে মুদ্রিত এবং প্রকাশিত।