আরিফ মন্ডল,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে কেওয়া পশ্চিম খন্ড এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৬ ডাকতকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে শ্রীপুর মডেল থানা পুশিল।
রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা সকলে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য বলে জানায়য় পুলিশ।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, সিয়াম ( ১৮ ) পিতাঃ মোঃ শহীদ মিয়া, বাবুল ( 88 ) পিতাঃ মৃতঃ জোবেদ আলী, ফিরোজ ( ৪৬ ) পিতাঃ মৃতঃ আবুল কালাম, শহীদ ( ৪৮ ) পিতাঃ দানেস আলী, আলহাজ ( ৩৪ ) পিতাঃ বানেছ মিয়া তাদের ৫জনের বাড়ী উপজেলার কাওয়া পশ্চিম খন্ড গ্রামে। কাজল (৫৮) পিতা জালাল এর বাড়ী গৌরিপুর ময়মনসিংহ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়। তাড়া আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
চেয়ারম্যান: আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ এমপি, দৈনিক তৃতীয় মাত্রা লিমিটেড,
রেজিস্ট্রার্ড অফিস: হাজী কুজরত আলী মোল্লাহ্ সুপার মার্কেট, ১ নং এ/বি হারুনাবাদ, হারুন মোল্লাহ্ সড়ক, পল্লবী, মিরপুর-১২, ঢাকা।
সম্পাদক রবীন সিদ্দিকী কর্তৃক রাফান প্রিন্টিমেট, বকশীগঞ্জ টাওয়ার প্লট # ২৪, রোড # ০৮, ব্লক # এ, মিরপুর-১২, পল্লবী, ঢাকা-১২১৬ থেকে মুদ্রিত এবং প্রকাশিত।