শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের নান্দুড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে ফুয়াদ হোসেন (৩) পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে। ঘটনার সততা নিশ্চিত করে আটমূল ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন । এর আগে এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশু ফুয়াদ মঙ্গলবার সকাল ৮টায় বাড়ী পাশে^র্ খেলাতে যায়। একপর্যায়ে দীর্ঘক্ষণ পর বাড়িতে না ফেরায় তার বাবা—মা শিশুটির সন্ধান করতে থাকে। এক পর্যায়ে সকাল ১০ টার দিকে বাড়ির পার্শ্বে একটি পুকুরে শিশুটির মৃত দেহ এলাকাবাসী দেখতে পায়। এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পুকুরে পরে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে, এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।
চেয়ারম্যান: আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ এমপি, দৈনিক তৃতীয় মাত্রা লিমিটেড,
রেজিস্ট্রার্ড অফিস: হাজী কুজরত আলী মোল্লাহ্ সুপার মার্কেট, ১ নং এ/বি হারুনাবাদ, হারুন মোল্লাহ্ সড়ক, পল্লবী, মিরপুর-১২, ঢাকা।
ভারপ্রাপ্ত সম্পাদক হামিদ সাব্বির , রবীন সিদ্দিকী কর্তৃক রাফান প্রিন্টিমেট, বকশীগঞ্জ টাওয়ার প্লট # ২৪, রোড # ০৮, ব্লক # এ, মিরপুর-১২, পল্লবী, ঢাকা-১২১৬ থেকে মুদ্রিত এবং প্রকাশিত।