Logo
শনিবার, ২২ জানুয়ারি, ২০২২ | ৮ই মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ

রামগঞ্জে সড়ক দূর্ঘটনায় আহত ৬

প্রকাশের সময়: ১২:৪৪ অপরাহ্ণ - মঙ্গলবার | মে ১৮, ২০২১

তৃতীয় মাত্রা

সাখাওয়াত হোসেন, রামগঞ্জ, (লক্ষ্মীপুর) প্রতিনিধি : রামগঞ্জ উপজেলার কাঁটাখালী বাজার মেইন সড়কের উপর ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হন ড্রাইভার সহ একই পরিবারের ৬ জন। আহত ব্যাক্তিদের রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।সোমবার (১৭ মে) বিকেল ৫ টায় কাটাখালী ব্রীজের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মাইক্রোবাসটি চাটখিল উপজেলা থেকে একই পরিবারের ৬ জন যাত্রী নিয়ে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়ক হয়ে ঢাকায় যাচ্ছিলেন। অপর ট্রাকটি হাজীগঞ্জ হয়ে রামগঞ্জের দিকে আসছিলো। মাইক্রোবাসটি কাটাখালী এসে লাইন ক্রস করে যাওয়ার সময় ট্রাকের সাথে লেগে মাইক্রোবাসটি দুমড়ে-মুচঁড়ে যায়।

তবে স্থানীয়রা বলছেন, দূর্ঘটনার ক্ষেত্রে মাইক্রোবাসটির দোষ ছিল বেশি। এদিকে ট্রাকের ড্রাইভার দুর্ঘটনার পর স্থান ত্যাগ করেন।

রামগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন ও এ এসআই জাহাঙ্গীর সহ পুলিশের ফোর্স এসে দূর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়াও দীর্ঘ ১ ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক করতে সক্ষম হন।

Read previous post:
চাটমোহর মডেল মসজিদ উদ্বোধন হবে এ মাসেই

তৃতীয় মাত্রা চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে নবনির্মিত দৃষ্টিনন্দন উপজেলা মডেল মসজিদ এ মাসেই উদ্বোধন হতে পারে বলে জানা...

Close

উপরে