মইনুল হক মৃধা,রাজবাড়ী থেকে : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবি’র উদ্যোগে রাজবাড়ী জেলা ও ৫টি উপজেলায় কর্মরত ৭০ জন সাংবাদিকদের নিয়ে ৩ দিনের বুনিয়াদি প্রশিক্ষণ এবং অনুসন্ধানমূলক রিপোর্টিংয়ের পৃথক কোর্স সম্পন্ন হয়েছে।
রবিবার (৬ ফেব্রুয়ারি )বিকাল ৪ টায় রাজবাড়ী জেলা সার্কিট হাউজ হল রুমে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিবসে সনদপত্র বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পিআইবি’র পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) মোহাম্মদ আফরাজুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্যএমপি কাজী কেরামত আলী, বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ( আইসিটি) সুবর্ণ রানী সাহা, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাড. খান মো. জহুরুল হক, সাধারন সম্পাদক খোন্দকার আব্দুল মতিন।
স্বাগত বক্তব্য রাখেন পিআইবি’র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৭০ জন সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক পীর হাবিবুর রহমানের আত্নার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।