মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি : বাংলাদেশ আ.লীগের ইতিহাস, ঐতিহ্য, গৌরব, সংগ্রাম ও মর্যাদার ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৩জুন) বিকালে উপজেলা আ.লীগের দলিল কার্যালয়ে উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল মোনাফ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্ট্যাডিস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।
উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ ও সহ-প্রচার সম্পাদক মাহমুদুল হাসান বাদশার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী। উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, সেচ্ছাসেবকলীগের সভাপতি নাছির উদ্দীন রিয়াজ, বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক সুপায়ন সুশীল, ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু।
আ.লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা আ.লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, বঙ্গবন্ধু প্রজন্মলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল সহকারে যোগ দেন।
