আমির হামজা, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে জেলেদের জালে বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে। এই মাছটির নাম (সাকার ফিস) নামে পরিচিত। (৪-ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া গ্রামের চুয়েটের পার্শবর্তী এলাকার ব্যবসায়ী মো: আলম এর মাছের প্রজেক্ট থেকে মাছটি ধরা হয়। এসময় উৎসুক জনতা মাছটির ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। মাছটি দেখতে বাঘের মতো। যদিও মাছটির নাম সাকার ফিশ বা ক্যাটফিশ নামে পরিচিত হলেও উপস্থিত লোকজন তার নাম দিয়েছেন হেলিকপ্টর মাছ। মাছটি দেখতে হেলিকপ্টরের মতো। মাছটির সারা গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। এ বিষয়ে ব্যবসায়ী আলম জানান, সকালে আমার মাছের প্রজেক্ট মাছ ধরতে জেলেরা নামেন। এ সময় জেলেরা জাল টেনে আনলে এ বিরল প্রজাতির মাছটি ধরা পড়ে। মাছটির ওজন প্রায় ১ কেজি মতো হবে।
চেয়ারম্যান: আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ এমপি, দৈনিক তৃতীয় মাত্রা লিমিটেড,
রেজিস্ট্রার্ড অফিস: হাজী কুজরত আলী মোল্লাহ্ সুপার মার্কেট, ১ নং এ/বি হারুনাবাদ, হারুন মোল্লাহ্ সড়ক, পল্লবী, মিরপুর-১২, ঢাকা।
ভারপ্রাপ্ত সম্পাদক হামিদ সাব্বির , রবীন সিদ্দিকী কর্তৃক রাফান প্রিন্টিমেট, বকশীগঞ্জ টাওয়ার প্লট # ২৪, রোড # ০৮, ব্লক # এ, মিরপুর-১২, পল্লবী, ঢাকা-১২১৬ থেকে মুদ্রিত এবং প্রকাশিত।