মোতাহার হোসেন, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : শনিবার রাতে রংপুরের মিঠাপুকুর থানাধীন বৈরাতিহাট পুলিশ তদন্ত কেন্দ্র মিঠাপুকুর থানাধীন পদ্ম পুকুর গ্রামের আরিফ আলী ওরফে আইয়ুব আলী এর বসতবাড়িতে এক অভিযান পরিচালনা করে জুয়ার আসর হইতে ০৮(আট) জন জুয়াড়ুকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের সহকারী পুলিশ সুপার, ডি—সার্কেল (মিঠাপুকুর—পীরগঞ্জ) মিঃ কামরুজ্জামান।