মঠবাড়িয়া(পিরোজপুর)প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আজ বুধবার সকাল ১০ টায় বাংণাদেশ পল্লী উন্নয়ন বোর্ড`র আয়োজনে এই বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের নিয়ে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন খান`র সভাপতিত্বে ও বি আর ডি বি কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম`র সমন্বয়ে এবং মোঃ পারভেজ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ঊর্মি ভৌমিক, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ ইব্রাহীম। প্রধান অতিথির বক্তব্যে ঊর্মি ভৌমিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা পড়াশুনা করে জীবন সুন্দর করে নাও। লেখাপড়া ছাড়া জীবন সুন্দর হতে পারে না।
তিনি শিক্ষার্থীদের স্বাস্হ্যের প্রতি সচেতন থাকার পরামর্শ দেন। বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ ইব্রাহীম শিক্ষার্থীদের বলেন, তোমরা জাতির ভবিষ্যত কর্নধার। তিনি শিক্ষার্থীদের মানুষিক ভাবে নিজেদের সুরক্ষিত রেখে পড়াশুনা চালিয়ে যাবার আহবান জানান। সচেতনতামূলক প্রশিক্ষন বক্তব্য রাখেন বি আর ডি বি কর্মকর্তা মো তরিকুল ইসলাম। প্রশিক্ষন শেষে কিশোরীদের স্বাস্হ্য সুরক্ষাসামগ্রী ও নাস্তা বিতরন করা হয়। উক্ত প্রশিক্ষনে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে।
