চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যহাতির আক্রমণে নিহত ও ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে ৪ লাখ ৬০ হাজার টাকার সরকারি আর্থিক অনুদানের চেক প্রদান করেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ।
চেক বিতরন উপলক্ষে বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাবে ২ ফেব্রুয়ারী সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ আবু তাহের, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বন্যপ্রাণী ও বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, কালীপুর রেঞ্জ কর্মকর্তা আব্দ রাজ্জাকসহ বন বিভাগের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

অতিথিরা বক্তব্যে বলেন, অনেক সময় হাতি তাদের খাবার না পেয়ে লোকালয়ে চলে এসে বাড়ি ঘরে হামলা চালায়। বন্যপ্রাণীর চলাচলের রাস্তা যেন কোনভাবে বন্ধ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে।