শেখ আশিকুন্নবী সজীব,ফেনী প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফেনী জেলা শাখার উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে গত রোববার (৩০ জানুয়ারি) রাতে ফেনী রেলওয়ে স্টেশন চত্বর, লালপোল বেদে পল্লী ও মহিপালে প্রায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল,যুগ্ম-আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক,পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া সহ বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলের নেতৃবৃন্দ।ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান,অসহায় শীতার্ত মানুষের শীত নিবারণে একটু উষ্ণতা পাওয়ার জন্য কম্বল বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে।
চেয়ারম্যান: আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ এমপি, দৈনিক তৃতীয় মাত্রা লিমিটেড,
রেজিস্ট্রার্ড অফিস: হাজী কুজরত আলী মোল্লাহ্ সুপার মার্কেট, ১ নং এ/বি হারুনাবাদ, হারুন মোল্লাহ্ সড়ক, পল্লবী, মিরপুর-১২, ঢাকা।
ভারপ্রাপ্ত সম্পাদক হামিদ সাব্বির , রবীন সিদ্দিকী কর্তৃক রাফান প্রিন্টিমেট, বকশীগঞ্জ টাওয়ার প্লট # ২৪, রোড # ০৮, ব্লক # এ, মিরপুর-১২, পল্লবী, ঢাকা-১২১৬ থেকে মুদ্রিত এবং প্রকাশিত।