খাগড়াছড়ি প্রতিনিধি ।। খাগড়াছড়ি জেলা আজ ২৬ ফেব্রুয়ারি ২০২২ ইং বুধবার বেলা তিনটায় পানছড়ি উপজেলার উল্টাছড়ি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে পানছড়ি উপজেলার পাঁচশত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণ করেন ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার লে: কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন, পিএসসি। তিনি জানান, খাগড়াছড়ি রিজিয়ন অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় সবসময় পাশে রয়েছে। আগামীতে খাগড়াছড়ি রিজিয়ন এই মানবকল্যাণ মূলক কাজের ধারাবাহিকতাকে অব্যাহত রাখবেন বলে তিনি মত প্রকাশ করেন। এছাড়াও,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ অধিনায়ক ৩০ বীর ব্যাটালিয়ন ও খাগড়াছড়ি জোন ইন চার্জ মেজর মোঃ রিয়াদুল ইসলাম, পিএসসি, উল্টাছড়ি ইউপি নৌকা প্রতিক চেয়ারম্যান পদপ্রার্থী আহির উদ্দিন প্রমূখ । খাগড়াছড়ি জোন শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি সুষ্ঠু ভাবে আয়োজন ও পরিচালনা করেন। এর পূর্বে, পানছড়ি সাব জোন এর ওয়ারেন্ট অফিসার মোঃ ইদ্রিস এর নেতৃত্বে একটি চৌকস দল উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, এলাকা ও পাড়ায় পৌঁছে নিজেরা যাচাই-বাছাই করে সাহায্য পাওয়ার যোগ্য অসহায় ও দুস্থ পরিবারের তালিকা প্রস্তুত করেন। সেই তালিকার ভিত্তিতেই এই শীত বস্ত্র বিতরণ করা হয়। সেনাবাহিনী সরাসরি যাচাই বাছাই করে এই শীতবস্ত্র বিতরণ করায় সাধারণ জনগণ অত্যন্ত খুশি হয়েছে এবং সন্তুষ্টি প্রকাশ করেছে।