ছয়ফুল আলম সাইফুল : মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার প্রধান অতিথি হিসেবে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হাজীপুর সোসাইটি কুলাউড়ার সভাপতি মেজর (অব.) নূরুল মান্নান চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন – কলেজের অধ্যক্ষ বাবু চিন্ময় দে, সাংগঠনিক কমিটির সদস্য সচিব ছয়ফুল আলম সাইফুল, সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান, প্রভাষক ফারহানা জান্নাত, শারমিন আফরোজা সাম্মী, সমাজসেবক ফজলুল হক, মোঃ সফিক মিয়া, মোঃ ছমরু মিয়া, মোঃ আয়ুব আলী প্রমুখ। উল্লেখ্য, হাজীপুর সোসাইটি কুলাউড়ার সভাপতি মেজর (অব.) নূরুল মান্নান চৌধুরী অর্থায়নেই কলেজে শহীদ মিনার স্থাপন করা হচ্ছে।
চেয়ারম্যান: আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ এমপি, দৈনিক তৃতীয় মাত্রা লিমিটেড,
রেজিস্ট্রার্ড অফিস: হাজী কুজরত আলী মোল্লাহ্ সুপার মার্কেট, ১ নং এ/বি হারুনাবাদ, হারুন মোল্লাহ্ সড়ক, পল্লবী, মিরপুর-১২, ঢাকা।
ভারপ্রাপ্ত সম্পাদক হামিদ সাব্বির , রবীন সিদ্দিকী কর্তৃক রাফান প্রিন্টিমেট, বকশীগঞ্জ টাওয়ার প্লট # ২৪, রোড # ০৮, ব্লক # এ, মিরপুর-১২, পল্লবী, ঢাকা-১২১৬ থেকে মুদ্রিত এবং প্রকাশিত।