রাজবাড়ী প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর রাজবাড়ীতে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উৎসবের শামিল হয়েছেন জেলাবাসী।
শনিবার দুপুর পৌনে ১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে ময়দানে বেলুন ও পায়রা ওড়ানো হয়।
এর আগে বড়পর্দায় পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র দেখানো হয়।
এ সময় জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটোন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এসএম সহীদ নূর আকবর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিনসহ সরকারী-বেসরকারী দপ্তরের প্রধান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসন আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সন্ধ্যায় হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
