মোঃ জুবায়ের, বিশেষ প্রতিনিধি, নরসিংদী।১৮ কোটি মানুষকে বিনামূল্যে টিকা প্রদানের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকারের অংশ হিসেবে নরসিংদী জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগীতায় এবং নরসিংদী চেম্বার অব কমার্সের সার্বিক তত্ত্বাবধানে নরসিংদীর চৌয়ালা জনবন্ধু লোকমান হোসেন পৌর স্কুল মাঠে দুই দিন ব্যাপী ( ৯ ও ১০ ফেব্রুয়ারী) সকাল ১০ টা হইতে বিকেল ৫ টা পর্যন্ত অত্র শিল্পান্চলের শ্রমিক কর্মচারী সহ সকল স্তরের জনগনের জন্যে গনটিকা প্রদান কর্মসূচী শুরু হয়েছে।
উক্ত গনটিকা কর্মসূচীর উদ্বোধন করেন নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) জনাব এ এস এম ইবনুল হাসান এবং জনাব ডাঃ মোঃ নুরুল ইসলাম, সিভিল সার্জন, নরসিংদী । উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব ডাঃ মোঃ আবু কাউসার সুমন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদর, নরসিংদী চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট জনাব জাকির হোসেন, পরিচালক মোঃ মমিন মিয়া, পরিচালক পরেশ সূত্রধর, পরিচালক নাজমুল হক ভূঁইয়া, পরিচালক আনিসুর রহমান ভুঁইয়া ও পরিচালক সাইফুল ইসলাম জাহিদ।