সারাদেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। অথচ এর মাত্র একদিন আগেই করোনা শনাক্তের সংখ্যা ছিল ১০। অর্থাৎ একদিনের ব্যবধানে দ্বিগুণেরও বেশি করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ের ভেতর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
রোববার, ৮ মে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫৭২০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫,৫৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৪১ শতাংশ।
মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের হার ১৩.৯৪ শতাংশ। সর্বশেষ ২৪ ঘন্টায় করোনায় কারও মৃত্যু না হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই স্থির রয়েছে।
সারাদেশে এখন পর্যন্ত মোট ১৯ লাখ ৫২ হাজার ৭৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত করোনাকে পরাস্ত করে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৯৭ হাজার ৫২৬ জন।