দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। এই সময়ের ভেতর নতুন করে ১০ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ০.৩৮ শতাংশ।
শনিবার, ৭ মে স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২,৬৩৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২,৬৫৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৩৮ শতাংশ। শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.৯৪ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন ১০ জনসহ এখন পর্যন্ত সারাদেশে মোট করোনা রোগীর সংখ্যা গিয়ে ঠেকেছে ১৯ লাখ ৫২ হাজার ৭৭৬ জনে। অন্যদিকে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯,১২৭ জনে স্থির রয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৮ লাখ ৯৭ হাজার ২৬৩ জন।
উল্লেখ, ২০২০ সালের মার্চ মাসে দেশে প্রথম করোনা শনাক্ত হয়। ১০ দিনের মাথায় করোনার প্রথম কেউ মারা যায়।