অবশেষে চালু হলো মেয়াদবিহীন ডাটা প্যাকেজ। ডাটার মেয়াদের সীমাবদ্ধতা তুলে নিয়েছে দেশের মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটক, গ্রামীণফোন, বাংলালিংক ও রবি।
এর মধ্য দিয়ে মোবাইল অপারেটরদের হাতে জিম্মি গ্রাহকরা প্রথমবারের মতো মোবাইলের মেয়াদবিহীন ডাটা প্যাকেজ উপভোগের সুযোগ পাবেন।
অবশ্য আনলিমিটেড বলা হলেও কারিগরি সীমাবদ্ধতার কারণে আপাতত এসব প্যাকেজের মেয়াদ হবে এক বছর।
বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার মোবাইলের আনলিমিটেড ডাটা প্যাকেজ ও নিরবচ্ছিন্ন মাসিক ইন্টারনেট প্যাকেজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মোবাইল অপারেটরদের ধন্যবাদ জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। তিনি বলেন, এখন থেকে গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে বেশিদিন ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
উল্লেখ্য, প্রাথমিকভাবে টেলিটকে ৩০৯ টাকায় ২৬ জিবি ও ১২৭ টাকায় ৬ জিবি প্যাকেজ কেনা যাবে।
রবিতে পাওয়া যাবে ৩১৯ টাকায় ১০ জিবি ও বাংলালিংকে ৩০৬ টাকায় ৫ জিবি।
এছাড়া গ্রামীণফোনে ১০৯৯ টাকায় ১৫ জিবি ও ৪৪৯ টাকায় ৫ জিবি প্যাকেজ কেনা যাবে।