
দেশে দৈনিক করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। সারাদেশে সর্বশেষ ২৪ ঘন্টায় নতুন করে ৫৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ৭ দশমিক ৩৮ শতাংশ। অবশ্য এই সময়ের ভেতর করোনায় কারও মৃত্যু হয়নি।
নতুন ৫৯৬ জনসহ দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৬ হাজার ৩২৭ জনে। অন্যদিকে গত ২৪ ঘন্টায় কারও মৃত্যু না হওয়ায় দেশে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৩১ জনেই অপরিবর্তিত রয়েছে।
রোববার, ১৯ জুন স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়।
এদিন স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৩৮ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪৯ জন করোনা রোগী। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৮০৭ জন করোনা রোগী। সুস্থতার হার ৯৭ দশমিক ৪২ শতাংশ।
এর আগে শনিবার, ১৮ জুন বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৩০৪ জন অদৃশ্য প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ৫ দশমিক ৯৪ শতাংশ। তবে এই সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
শনাক্ত হওয়া ৩০৪ জন করোনা রোগীর মধ্যে শুধু ঢাকায়ই শনাক্ত হয়েছে ২৮২ জন। নতুন ৩০৪ জনসহ এখন পর্যন্ত দেশে করোনা শনাক্তের মোট সংখ্যা গিয়ে ঠেকেছে ১৯ লাখ ৫৫ হাজার ৭৩১ জনে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু না হওয়ায় এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৩১ জনেই অপরিবর্তিত রয়েছে।
