দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী মঙ্গলবার, ৩ মে ঈদুল ফিতর উদযাপিত সারাদেশে।
রোববার, ১ মে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
১৪৪৩ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে ৩০ রমজান পূর্ণ করে পবিত্র মাসটি শেষ হবে সোমবার, ২ মে।
এই হিসেবে শাওয়াল মাসের প্রথম দিন মঙ্গলবার, ৩ মে ঈদুল ফিতর উদযাপিত হবে দেশজুড়ে।
রোববার মাগরিবের নামাজের পর ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ফরিদুল হক খান।