আবুল হাসেম, মেহেন্দিগঞ্জ প্রতিনিধি : মেহেন্দিগঞ্জ উপজেলা ১২ নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠান দড়িচর খাজুরিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
হাফেজ আমিনুল ইসলামের কোরআন তেলওয়াতে মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ লুৎফর রহমান দেওয়ান। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আরবী প্রভাষক মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা রিয়াজুল ইসলাম, দড়িচর খাজুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মালেক, সরকারি বরিশাল হাতেম আলি কলেজের প্রভাষক মোঃ নুরুল ইসলাম,উপস্থিত ছিলেন, দড়িচর খাজুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল কাদের বয়াতি,বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী হাওলাদার, ইউপি সদস্য বাচ্চু দেওয়ান,আরো বক্তব্য রাখেন, মাদরাসার সকল প্রাক্তন দাখিল ব্যাচের শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, দড়িচর খাজুরিয়া দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র সংগঠন হওয়াতে আমরা অনেক আনন্দিত। এ সংগঠনে মাধ্যমে গরিব অসহায় শিক্ষার্থীরা সহযোগিতা পাবে।
দড়িচর খাজুরিয়া দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্রদের সভাপতি মোঃ মানিক দেওয়ান বলেন, এ সংগঠনে লক্ষ উদ্দেশ্য হচ্ছে মাদরাসা গরিব অসহায়দের সাহায্য সহযোগিতা করা, বৃত্তি দেওয়া,আশা করি আপনারা প্রাক্তন শিক্ষার্থীরা সবাই পাশে থাকবেন।
প্রাক্তন ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মিনিক দেওয়ান, মোঃ বেলায়েত আলী বেপারী, মোঃ রেদোয়ান, সাইফুল ইসলাম ঢালি, দেলোয়ার ঢালি, মোঃ আল-আমিন হাওলাদার, সজিব ঘরামী, মোঃ নোমান, মোঃ এবাদুল হাওলাদার, মোঃ ইসরাফিল মোল্লা, সুজন বেপারী, মোঃ হজরত আলী, আসিফ সিকদার, হিজবুল্লাহ, হাফিজুর রহমান, মাহবুব আলম, জহিরুল ইসলাম, সাব্বির হোসেন, তুহিন হোসেন, ফয়সাল, রাসেল হোসেন রাড়ী প্রমুখ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে অত্র মাদ্রাসা সহ-সভাপতি দড়িচর খাজুরিয়া ইসলামিয়া সিনিয়ার ফাজিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক ক্বারী মোঃ আব্দুল গনি হুজুর প্রাক্তন ছাত্রদের ড্রেস উপহার দেওয়া হয়।
