ডিমলা নীলফামারী প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়ায়, এক স্যার বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৮ ফেব্রুয়ারী( মঙ্গলবার) উপজেলা শুটিবাড়ী হাট সীমা ট্রেডার্স এর ম্যানাজার আব্দুল বাছেদ ইউরিয়া সার যার সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০০/ টাকা বিক্রি করছে ১০০০ /টাকা এবং পটাশ সার নির্ধারণ করা হয়েছে ৭৫০/ টাকা বিক্রি করছে ৯০০/টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি উপজেলা প্রশাসন অবগত হলে ভ্রম্যমান আদালত পরিচালনা করে অসাধু ব্যবসায়ী কে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারায় নগদ অর্থ ১৫০০০/ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা( কৃষিবিদ) সেকেন্দার আলী। উপসহকারী কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র রায়।