ডিমলা নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী ডিমলা উপজেলা জিওবি-ইউনিসেফ আসওয়া-২ প্রকল্প কেয়ার বাংলাদেশ এর আয়োজনে,ইউনিসেফ বাংলাদেশ সহযোগিতায়, ইউকে- এইড(এফসিডিও)আর্থিক সহযোগিতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সার্বিক তত্বাবধানে, ইউনিয়ন পর্যায়ে উক্ত প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়।
২ ফেব্রুয়ারী ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন চাষি ক্লাবে সকালে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চেয়ারম্যান একরামুল হক চৌধুরী।সভায় ওয়াশ ফ্যাসিলিটেটর কৃষ্ণা রানী ও প্রদীপ কুমার ডিমলা এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্প ব্যাবস্থাপক শফিকুল ইসলাম রংপুর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝুনাগাছ চাপানী ইউনিয়ন সচিব সুবাস চন্দ্র রায়, ওযাশ অফিসার ডিমলা আফসার আলী আকন্দ,স্কুল ফ্যাসিলিটেটর জহুরা খাতুন,ওয়াজ ফ্যাসিলিটেটর সোহরাব হোসেন,ঝুনাগাছ চাপানী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদুল ইসলাম চৌধুরী, ডিজিটাল সেন্টার উদ্যোক্তা শফিকুল ইসলাম,মহিলা সংরক্ষিত আসনের সদস্য আনোয়ারা বেগম ও রশিদা বেগম প্রমূখ।সভায় বক্তাগন স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার,নিরাপদ পানি, ও পরিস্কার পরিছন্নতার উপরে বিগত বছরের সাফল্যগুলো ধরে রাখার উপর বক্তব্য রাখেন।