টেকনাফ থেকে : টেকনাফে শীতার্ত অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। টেকনাফ পৌরসভার ২ নাম্বার ওয়ার্ড পুরান পল্লান পাড়া ও ইসলামাবাদ এলাকায় শীতার্ত গরীব অসহায়দের ঘরে ঘরে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শীতের কম্বল বিতরণ করেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী।
জেলা প্রশাসক কক্সবাজারের দিক নির্দেশনা ও উপজেলা নির্বাহী অফিসার টেকনাফের তত্ত্বাবধানে এসব কম্বল বিতরণ করা হয়।হঠাৎ করে শৈত্যপ্রবাহের কারনে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় সাধারন খেটে খাওয়া মানুষের কষ্ট বেড়ে গেছে। সে কারণে প্রকৃত অসহায় মানুষ যাতে শীতের কম্বল পায় সেজন্য সরেজমিনে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে প্রকৃত অবস্থা বিবেচনা করে কম্বল বিতরণ করা হয়।