
সারাদেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ২২ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই সময়ের ভেতর করোনায় কেউ মারা যায়নি। ফলে টানা ২৪ দিন করোনায় মৃত্যুশূন্য রইলো দেশ। সর্বশেষ গত ২০ এপ্রিল করোনায় একজন মারা যান দেশে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু না হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭ জনে স্থির রয়েছে। অন্যদিকে নতুন ২২ জনসহ
মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৯৭৯ জনে।
শনিবার, ১৪ মে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর তথ্য অনুযায়ী শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২২ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এদিন ৩,৯৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ০.৫৫ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.৯১ শতাংশ।