ঝিনাইদহ থেকে : ঝিনাইদহে মেসের রাধুনীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কম্বল বিতরণ করে জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড প্রাপ্ত সংগঠন কথন সাংস্কৃতিক সংসদ (কসাস)। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, কেসি কলেজের অধ্যক্ষ অশোক কুমার মৌলিক, কসাসের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান, সভাপতি অন্তর মাহমুদসহ কসাসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শহরের বিভিন্ন ছাত্রাবাস ও ছাত্রী নিবাসের শতাধিক রাধুনীদের মাঝে কম্বল, মোজাসহ শীতবস্ত্র বিতরণ করা হয়। তীব শীতে কম্বল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অসহায় মানুষগুলো।
চেয়ারম্যান: আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ এমপি, দৈনিক তৃতীয় মাত্রা লিমিটেড,
রেজিস্ট্রার্ড অফিস: হাজী কুজরত আলী মোল্লাহ্ সুপার মার্কেট, ১ নং এ/বি হারুনাবাদ, হারুন মোল্লাহ্ সড়ক, পল্লবী, মিরপুর-১২, ঢাকা।
ভারপ্রাপ্ত সম্পাদক হামিদ সাব্বির , রবীন সিদ্দিকী কর্তৃক রাফান প্রিন্টিমেট, বকশীগঞ্জ টাওয়ার প্লট # ২৪, রোড # ০৮, ব্লক # এ, মিরপুর-১২, পল্লবী, ঢাকা-১২১৬ থেকে মুদ্রিত এবং প্রকাশিত।