গোলাম রব্বানী টিটু, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর বাজারে আজ দুপুরের পর সারের দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সারের দোকানে মূল্য তালিকা, লাইসেন্স, সারের ন্যায্য মূল্যে বিক্রি ও দোকানদারদের রেজিষ্টার ও কীটনাশক পণ্যের মেয়াদ উত্তির্ন দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবীর। অভিযান চলার সময় সারের এক ব্যবসায়ীকে মূল্য তালিকা না থাকার দরুন তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরে ওমিক্রন ঠেকাতে মাস্ক পরিধান না করার দায়ে একজন গার্মেন্টস ব্যবসায়ীকে তিনশত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় পথচারী ও দোকান মালিকদের করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সকলকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্যে নির্দেশ প্রদান করে সচেতনতা সৃষ্টি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ।
চেয়ারম্যান: আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ এমপি, দৈনিক তৃতীয় মাত্রা লিমিটেড,
রেজিস্ট্রার্ড অফিস: হাজী কুজরত আলী মোল্লাহ্ সুপার মার্কেট, ১ নং এ/বি হারুনাবাদ, হারুন মোল্লাহ্ সড়ক, পল্লবী, মিরপুর-১২, ঢাকা।
ভারপ্রাপ্ত সম্পাদক হামিদ সাব্বির , রবীন সিদ্দিকী কর্তৃক রাফান প্রিন্টিমেট, বকশীগঞ্জ টাওয়ার প্লট # ২৪, রোড # ০৮, ব্লক # এ, মিরপুর-১২, পল্লবী, ঢাকা-১২১৬ থেকে মুদ্রিত এবং প্রকাশিত।