রাকিবুল হাসান, আদমদীঘি বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে শিল্পি নামের এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(১ ফ্রেবুয়ারী) দুপুর ১ টার দিকে লালমনিরহাট থেকে সান্তাহারগামী কমিউটার ট্রেন সান্তাহার স্টেশন প্লার্ট ফর্মে প্রবেশের সময় ট্রেনের নিচে পড়ে শিল্পি (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নিহত শিল্পীর বাড়ি দিনাজপুর জেলার পারবর্তীপুরে সে তার বাবা, বোন ও ছেলে মেয়েদের নিয়ে সান্তাহার স্টশনে ভিক্ষা বিত্তি করে জিবিকা নির্বাহ করতো।
এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
৯২ বছরে শেষ হলো সুরের সরস্বতী কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের কর্মময় পথচলা। হাসপাতালে দীর্ঘ লড়াইয়ের পর চলে গেলেন উপমহাদেশের সংগীতের এই মহাতারকা। গতকাল রোববার সকাল ৮টা ১২ মিনিটে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ইনস্টাগ্রামে বেশ সরব ছিলেন এই সংগীতশিল্পী। বিভিন্ন সময় তাঁর জীবনের নানা ধরনের ছবি দিয়েছেন। সেখান থেকে কিছু ছবি নিয়ে লতার জীবনকে দেখার চেষ্টা।
পোষ্য ভালোবাসতেন লতা মঙ্গেশকর। তাঁর দুই পুরোনো সঙ্গী গুড্ডু আর বুড্ডু | ইনস্টাগ্রামপিস্তল হাতে নিয়ে মিছেমিছি কাকে ভয় দেখাচ্ছেন লতা মঙ্গেশকর? । ইনস্টাগ্রাম
লতা মঙ্গেশকরের কোলে কে বলতে পারেন? তিনি নিজে তারকা অভিনেতা, তাঁর ছেলেও তারকা। তিনি রণবীর কাপুরের বাবা ঋষি কাপুর । ইনস্টাগ্রামবিখ্যাত প্রযোজক ও পরিচালক যশ চোপড়ার সঙ্গে লতা মঙ্গেশকর । ইনস্টাগ্রামদিলীপ কুমারের সঙ্গে ছিল লতা মঙ্গেশকরের দারুণ সম্পর্ক । ইনস্টাগ্রামদীপাবলির শুভেচ্ছা জানাতে প্রদীপ হাতে লতা মঙ্গেশকর । ইনস্টাগ্রামলতা মঙ্গেশকর শুধু কণ্ঠে গান তুলে নিয়েছিলেন, তা ভাববেন না। হাতে ক্যামেরাও তুলে নিয়েছিলেন তিনি । ইনস্টাগ্রামসুর আর সংগীতই ছিল তাঁর জীবন | ইনস্টাগ্রামমনোযোগ দিয়ে পড়ছেন লতা। পাশে তাঁর পোষ্য। ইনস্টাগ্রাম