নাসরিন জাহান বৃষ্টি (২০) রাজধানীর বংশালের মালিটোলায় এক গৃহবধূর হাত-পা বেঁধে তাঁর বাসায় লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা।
আহত নাসরিন বলেন,গত রবিবার ইফতারের আগ মুহূর্তে কয়েকজন এসে ‘ভাবি’ বলে ডেকে রুমের দরজা খুলতে বলেন। দরজা খুলে দিলে পাঁচজন মিলে আমার হাত-পা বেঁধে মুখ স্কচটেপ দিয়ে আটকে দেন।
এরপর তারা বাসায় থাকা টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুট করে নেয়। তাদের সবার মুখেই মাস্ক ছিল, তাই কাউকেই চিনতে পারিনি।
ওই গৃহবধূকে ছুরিকাঘাতও করেছে লুটপাটকারীরা। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বংশাল থানার ওসি আবুল খায়ের জানান, পরিচিত কেউ এ ঘটনায় জড়িত থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।