Logo
মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২ | ৪ঠা মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদ ক্রিকেট লীগ-২০২১ শুভ উদ্বোধন

প্রকাশের সময়: ২:৩২ অপরাহ্ণ - রবিবার | ডিসেম্বর ১৯, ২০২১

তৃতীয় মাত্রা

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি : বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ অর্থায়নে ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়ামে পার্বত্য জেলা পরিষদ ক্রিকেট লীগ—২০২১ অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এনডিসি মোঃ কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য জেলা পরিষদ ক্রিকেট লীগ—২০২১ শুভ উদ্বোধন করেন।

এতে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা।

স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদে মূখ্য নির্বাহী কর্মকতার্ মোহাম্মদ বশিরুল হক ভূঞা।

পার্বত্য জেলা পরিষদ ক্রিকেট লীগ—২০২১ অনুষ্ঠিত খেলায় ১২ টি দল অংশ গ্রহণ করবে এবং ৫০ ওভার খেলা হবে। উদ্বোধনী খেলায় মাঠে খেলতে নেমেছে সেভেন স্টার সমবায় সমিতি বিপক্ষে ভুমিকা বহুমুখী সমবায় সমিতি।

Read previous post:
কুষ্টিয়ার ভেড়ামারায় মৎস্য চাষীকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী

তৃতীয় মাত্রা কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারার বিলশুকা গ্রামের মৎস্য চাষী দানেজ আলীকে হত্যার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবীতে...

Close

উপরে