জুবায়ের আদনান, স্টাফ রিপোর্টার : প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের বনানী অফিসে গতকাল বুধবার প্রাইম ব্যাংক ফাউন্ডেশন ও সুইস কন্টাক্ট এর সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়৷
প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের চিফ এক্সিকিউটিভ অফিসার ডাঃ ইকবাল আনোয়ার এবং সুইস কন্টাক্ট এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ফজলে রাজিক, টিম লিডার, এচিভিং সাসটেইনেবিলিটি টুওয়ার্ডস হেলথ কেয়ার (আস্থা) প্রজেক্ট, সুইস কন্টাক্ট।
উক্ত চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংক আই হসপিটাল, সুইস কন্টাক্ট এর “আস্থা” প্রজেক্টের অধীনে চলমান প্রায় ছয় হাজার কমিউনিটি প্যারামেডিক্স দের জন্য চক্ষু বিষয়ক ট্রেনিং মডিউল প্রস্তুত করবে ও কমিউনিটি প্যারামেডিক্স এর চক্ষু বিষয়ক ট্রেনিং প্রদান করবে।
সেই সাথে আমাদের দেশের প্রান্তিক জনগনের জন্য বিনামুল্যে বা স্বল্প মুল্যে চক্ষু বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও চক্ষু সেবা প্রদানে একসাথে কাজ করবে৷

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এ.কে.এম. শহিদুল হক, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, প্রাইম ব্যাংক ফাউন্ডেশন; লাবিব তাজওয়ান উৎসব, কো-অর্ডিনেটর, প্রাইম ব্যাংক আই হসপিটাল; মোঃ আল- আবদুল্লাহ হিমেল,অফিসার (মার্কেটিং এন্ড আউটরিচ) প্রাইম ব্যাংক আই হসপিটাল; তৃনা হাসান, সিনিয়র অফিসার (পার্টনারশিপ এন্ড ইনোভেশন), এচিভিং সাসটেইনেবিলিটি টুওয়ার্ডস হেলথ কেয়ার (আস্থা) প্রজেক্ট, সুইস কন্টাক্ট।