উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর পৌরসভার ০৪নং ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাসেম বালী(৭০)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল শুক্রবার(১১ জানুয়ারী) বেলা ১১টার দিকে পৌরসভার ০৪নং ওয়ার্ডের বায়তুল আমান জামে মসজিদের ময়দানে বীর মুক্তিযোদ্ধার গার্ড অব অনার দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী রাষ্টে্রর পক্ষে সালাম গ্রহণ করে। এ সময় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন ফকির, আক্রাম হোসেন, সেকেন্দার আলী হাওলাদারসহ গ্রামের সব শ্রেণী—পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গত বৃহস্পতিবার রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাসেম বালী মৃত্যুবরণ করেন(ইন্না—লিল্লাহে ওয়া ইন্না ইলাহির রাজিউন)। তিনি উজিরপুর আলহাজ্ব বি.এন.খান কলেজের সাবেক প্রধান করণিক ছিলেন। মৃত্যু কালে স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
চেয়ারম্যান: আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ এমপি, দৈনিক তৃতীয় মাত্রা লিমিটেড,
রেজিস্ট্রার্ড অফিস: হাজী কুজরত আলী মোল্লাহ্ সুপার মার্কেট, ১ নং এ/বি হারুনাবাদ, হারুন মোল্লাহ্ সড়ক, পল্লবী, মিরপুর-১২, ঢাকা।
ভারপ্রাপ্ত সম্পাদক হামিদ সাব্বির , রবীন সিদ্দিকী কর্তৃক রাফান প্রিন্টিমেট, বকশীগঞ্জ টাওয়ার প্লট # ২৪, রোড # ০৮, ব্লক # এ, মিরপুর-১২, পল্লবী, ঢাকা-১২১৬ থেকে মুদ্রিত এবং প্রকাশিত।