Logo
বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮ | ৪ঠা শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

শিশুর মুখ থেকে বের হলো জীবত কই মাছ!

প্রকাশের সময়: ৯:৪৪ পূর্বাহ্ণ - শুক্রবার | নভেম্বর ১৭, ২০১৭

তৃতীয় মাত্রা :

জীবত কই মাছ আটকেছে শ্বাসনালীতে। ছটফট করছে আট মাসের শিশু।
ভারতের মালদহ মেডিকেল কলেজের চিকিৎসকরা অভয় দেন, চিন্তা করবেন না।

কালিয়াচকের সুলতানগঞ্জের বাসিন্দা রহিম শেখের স্ত্রী আমিনা বিবি জানেন জীবত কই মাছ কত মারাত্মক। আক্ষেপ করছিলেন, কেন ভুল করে বাচ্চাদের সামনে রেখেছিলেন মাছগুলো।

বুধবার বিকেলে মাছ আনেন রহিম। আমিনা যেখানে সেগুলো রেখেছিলেন, তার কাছেই খেলছিল তার চার বছরের রাহুল আর আট মাসের হামিদ। রাহুল খেলতে খেলতে ভাইয়ের মুখে জীবত কই ঢুকিয়ে দেয়। সঙ্গে সঙ্গে হামিদকে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রাতেই মালদহ মেডিকেলে হামিদকে দেখার পরে বিশেষজ্ঞ চিকিৎসক পি কে মণ্ডলের নেতৃত্বে চারজনের দল করে ফেলা হয়। মাত্র দশ মিনিটে ল্যারিঙ্গোস্কোপি করে শিশুর শ্বাসনালীতে আটকে থাকা কই বের করে ফেলেন তারা।
কই মাছটাও তখনও বেঁচে ছিল!

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Read previous post:
জাতিসংঘ সাধারণ পরিষদে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির রেজুলেশন গৃহীত

তৃতীয় মাত্রা : আজ জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির ওপর জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে একটি রেজুলেশন গৃহীত হয়।...

Close

উপরে