Logo
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০ | ৫ই মাঘ, ১৪২৬ বঙ্গাব্দ

অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে এক হতে হবে : ওবায়দুল কাদের

প্রকাশের সময়: ৫:২৩ অপরাহ্ণ - বুধবার | জুন ৫, ২০১৯

তৃতীয় মাত্রা

উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে বৃষ্টির কারণে টানেলে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামায়াত শেষে মন্ত্রী একথা বলেন।

কাদের বলেন, অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে এক হতে হবে। এবার সড়কের অবস্থা খুব ভালো ছিলো। প্রশাসনসহ সবার প্রচেষ্টায় মানুষ স্বস্তি নিয়ে ঈদ করতে পেরেছে। আমাদের ইতিহাসে সড়কে এমন স্বস্তি কখনও দৃশ্যমান হয়নি। এবার ঈদযাত্রা ইতিহাসের স্বস্তিদায়ক যাত্রা।

সংসদ ভবনের এ জামাতে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া উপস্থিত ছিলেন।

এছাড়াও মন্ত্রিসভার সদস্য, জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লিরা জামাতে অংশ নেন।

Read previous post:
ঈদের দিনেও সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

তৃতীয় মাত্রা সিয়াম সাধনার মাস শেষে আজ বুধবার সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উল্লাসে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আর...

Close

উপরে